Rajibur Rahman

Rajibur Rahman

দাবনলে উত্তরসূরি

রুদ্ধ কারার প্রাচীর ভাঙলো,ছিড়লো শিকল।অস্থির লাল অগ্নি এলো শিখায় শিখায়,নকল আঁধার তাই যে পালায় মিথ্যা সীমায়।“লেনিন” নামের মশালে আজ জ্বলছে জীবননির্যাতিতের কন্ঠ যে তাই আকাশ কাঁপায়,বৈশাখী ঐ ঝড়ের তালে স্লোগান দিয়ে বজ্র বাজায়ছড়াতে...

ফসিলে ফোঁটা কালো গোলাপ

কালো গোলাপ,তড়িৎ মেঘের আদর মাখানো সন্ধ্যায়ফুটলো আমার সহস্রাব্দি আগের মরে যাওয়া হিম আঙুলে!এই আঙুলের তুচ্ছ দেয়াশলাইপুড়িয়েছিলো বিশাখা ও ব্রহ্মহৃদয়ের মত নক্ষত্রদের, এসকিমোদের তুষারিত চোখে দিশাহারা সন্ধ্যা, চঞ্চল অরোরা আকাশ মেখে বলেছিলো এই গোলাপের...

চোখ ( সনেট )

দুই টুকরো আকাশে কালো দুটি সূর্যভাসে তার নীলিমায় আরব্য রজনী,ওডিসি মহাকাব্যের মহান মাধুর্যএনেছিলো প্রতিভার এ দুটি চাহুনি,নির্জন সন্ধ্যার শান্তি ও দুটি নয়নপৃথিবীকে ভালোবেসে ফেলছে পলক, গোধুলির ঘ্রান মাখা আঁধার বন্ধন খসায় মৃদু আদরে চোখের আলোক।অভিযান...

অনুভূতি

অনুভূতি,তোমার কি নাম?মোহ,স্মৃতি,প্রেম নাকি শুধু কাম?ফসিলের বুক হতে খুলে রেখে প্যালিওথিলিক প্রানআমিও তাকিয়ে ছিলাম নীহারিকায়,দেখেছিলাম অগনন নক্ষত্রের আলোআমার রেটিনায় এক সাথে গেয়ে উঠেছিলো কী এক মহাজাগতিক গান!অনুভূতি তোমার কি নাম? চলিষ্ণু মেঘের...

Locbook Platform

Locbook is an independent platform for aspiring writers

error: Content is protected !!