স্বপ্নের সাথে, কিছু বিভ্রান্তির দেখা পাই,
কিছু মরীচিকার সন্ধানে, কিছু বাজ এক মরূদ্যানে অবলীলায় উড়ে বেড়ায়।
কম্পিত স্বরে, সে দু নয়ন দিয়ে, এক জলরাশির খোঁজ করে চলে,
কয়েকশ মাইল পরে, নয়তো এক আঁখিরও আড়ালে এক বিন্দু জলকণা,
নিদারুণ মরুর বুকে চিরজীবনের তড়ে মৃত্যুর কোলে ঢলে পরে।
পদ্যের সাথে, কিছু মিথ্যের গন্ধ ভাসে,
কিছু প্রভাত-রশ্নির সন্ধানে, কিছু রূপালী আলোক রেখার সমাপ্তি ডেকে আনে।
সুললিত সুরে, আধো ঘুমঘোরে কোকিলের পথ রাঙায় এক রাশি ঘন বর্ষণে, নব জেগে
উঠা এক পত্রপল্লবে।
কয়েক যোজন দূরে, হয়তো এক কিশোরীর মনে, বসন্ত ছোঁয়ে রোঁদের হাঁসির ঝিলিক,
স্থুল পাহারের গাঁয়ে যেন শত ঝর্ণার জলে আছড়ে পরে।
তবে, মৃত্যু…
অলস অসময়ের গানে, এক বজ্রের অম্লান কালক্ষেপনের আড়ালে, প্রতিনয়ত যেন
অরণ্য ভেদে, লোকালয়ে হানা দেয়, নিরস্ত্র শিকারের প্রতীক্ষায়।
প্রেয়সী তখন, অশ্রু ছেড়ে, উপহাসে মত্ত, ক্ষান্ত থেমে, ক্লান্ত মনে,
কখনও কী, প্রিয়কে বিদায় জানায়?
সে কথা নাহয় অন্যদিন হবে, অন্য কোনো ক্ষনে, অন্য কেউ পথ হারাবে।
হয়তো কবিদের বুকে কিছু তাজা বুলেট থামবে,
নাহয়, কাব্যের রোদনে, এক আকাশ রক্ত ঝরবে।
-সূচক (Foisal Shahriyer)
Send private message to author