আমি আবার এসেছি, অজানা সাগরের পাড়ি দিয়ে, তোমাদের মাঝে,
আজ কিছু গল্প শুনাবো বলে…
শুনতে চাও?
তবে শোনো, আমি ছিলাম আঁধারের মাঝে, কিছু নির্লজ্জ বেহায়ার কল্পনার মায়াজালে বন্দী।
কোনো আলোর রশ্নি ছিল না পথ বাতলে দেবার,
ছিল না, কোনো প্রেরণার হাতছানি।
হ্যাঁ, আমি ছিলাম সে আঁধারে, আমি ছিলাম নিজের কল্পনায় বন্দী।
কখনও খুঁজতে চাই নি মুক্তির নিঃশ্বাস, ডানা মেলে উড়ে বেড়াবার প্রয়াস।
আমি বন্দী থাকতে চেয়েছিলাম, জন-অরণ্যের মাঝে থেকে সকল জাগতিক আকাক্ষা থেকে
অদূরে, থাকতে চেয়েছিলাম আমার কল্পনার জগতে বন্দী হয়ে।
কোনো মানবের পদচ্ছাপ ছিল না, ছিল না কোনো মায়াবীর হাঁসির ঝিলিক,
ছিল না কোনো বেঁচে থাকার ইচ্ছা।
আনন্দ? জীবনের থেকে যেন অনেক বিচ্ছিন্ন কিছু গল্পের মত, আমি হারিয়ে ছিলাম,
নিজের থেকে বহুদূরে।
তবুও, এক সন্ধ্যেতে মুক্তির ইচ্ছে হয়েছে, পথ পাচ্ছিলাম না, না পাচ্ছিলাম ফিরে আসার ইচ্ছে।
তবুও, পথ খোঁজে বেরাচ্ছিলাম, অজানার কাছে, নিকষ রাত্রিরে।
সে এসে দাড়ালো আমার সম্মুখে, সে বলল, “এবার নাহয়, আমার সাথে তোমার দেখা হবে,
তবে কি ফিরবে আমার পথের সন্ধানে?”
বিচলিত মন, ফিরে আসতে চায়, তবুও বাঁধা পথ আগলে দাঁড়ায়।
নিজ সত্ত্বা শত যুগ বাদে, একমন্ন চিত্তে শুধায়, “যেতে হবে, আজ তোমায়, তোমার প্রেয়সীর
সন্ধানে, প্রয়োজনে, সুদূর অজানায়।”
-সূচক (Foisal Shahriyer)
Send private message to author
nice article thanks