আমার
অপার্থিব কথামালা, অগোছালো স্বপ্নের আঙ্গিনায়,
আধো আলোয় খেলা করে, নিষ্প্রভ নীলিমায়।
খোঁজতে চেয়েও, বহুদূর মেঘমালায়,
ফিরে পাই নতুন জীবনের আহ্বান!
হাজারো অরণ্যের, সবুজের গাঢ় ছায়ায়,
সুউচ্চ পাহাড় ঘুমিয়ে থাকে, মিছে মায়ায়।
আবারো হারিয়ে, কেন অজানায়,
নতুন সুরে গেয়ে যাই, পুরনো গান!
অথচ,
বহুদিন পর, পাখির ডানায় লুকিয়ে নব সূচনায়,
ফিরে দেখেছি, আমি ভেঙ্গেছি, নির্বাক অলস সময়।
একান্তে বসে, কোন কবিতার ছন্দে, সবুজ ঘাসের ডগায়
শুভ্র শিশির যখন খেলা করে, ফুলের মাতাল নেশায়
অসক্ত ভ্রমরের সুর ফিরে পাবার স্পৃহায়।
ছন্দপতন জীবনের, বাঁশরীয় অপূর্ণতার সুরের মাঝে,
সম্মুখে চলার আমন্ত্রণ তোমাকে!
অগোছালো সকল ব্যর্থতাকে উপহাস করে,
হাস্নাহেনাতে নিমগ্ন রজনীর দৃষ্টিভ্রম শহরে
কেন আমি অনন্তকাল হেঁটে যাই…
আর কিছু নষ্ট স্বপ্ন ফেরী করে বেড়াই!
-সূচক (Foisal Shahriyer)
Send private message to author