কিছু মন ভাঙবে,
কিছু গল্পেরা কাঁদবে,
কিছু বিহঙ্গ নীড়ে ফিরবে,
হ্যাঁ আমি তাদের কথা বলছি,
তুমি পেড়েছ?
তাদের জাল-ভেঙ্গে অদূরে ডানা মেলতে?
পেড়েছ, তাদের মধ্যে থেকে নিজেকে সরিয়ে নিতে?
নাকি, এখনো দূর আকাশের মেঘের ঝলকানি দেখে,
পাতালপুরে লুকাও?
যেখানে, তোমার স্বপ্নের বাস্তবতা ভাঙ্গে,
সেখানে, নব বাস্তবতা খেলা করে,
যেখানে, তুমি নিজেকে হারাও,
এক চিলতে রোদ্দুরের আশায়!
-সূচক (Foisal Shahriyer)
Send private message to authorWhat’s your Reaction?
1