‘আমাকে দামী গয়না কিনে দেয়া লাগবে না। একটা গোলাপ ফুল,খোঁপায় বাঁধার জন্য বেলীফুলের মালা কিনে দিলেই চলবে।’-মেয়েটি প্রায়ই ফেসবুকে এ ধরনের স্ট্যাটাস লিখতো।
মেয়েটির এ ধরনের সরলতাপূর্ণ স্ট্যাটাস দেখে ছেলেটি তাকে ভালোবেসে ফেলেছিল।
বায়তুল মোকাররমের সামনে থেকে খুব সাদামাটা একটা উপহার কিনে সঙ্গে একটা গোলাপ ফুল নিয়ে ছেলেটি গিয়েছিল মেয়েটিকে প্রপোজ করতে।
মেয়েটি হাসতে হাসতে বলেছিল,”আমি তো ঐ ছেলেটাকে ভালোবাসি,যে যমুনা ফিউচার পার্ক আর বসুন্ধরা সিটি শপিং মল থেকে দু’হাত ভরে শপিং করে। উনি আমাকে খুব দামী কোনও ব্র্যান্ডের কিছু গিফট করবেন। এসব সস্তা গিফট কেনা সস্তা মানুষকে আমি ভালোবাসতে পারব না।”
ছেলেটি বলল,”তাহলে তোমার স্ট্যাটাসগুলো……”
মেয়েটি হাসল। কী নিষ্ঠুর সে হাসি!
হাসতে হাসতে মেয়েটি বলল,”ঐ সব স্ট্যাটাস দেয়া তো আজকালকার ফ্যাশন। ওগুলো নিয়ে বসে থাকলে চলবে নাকি!”
আহত ও অপমানিত ছেলেটি মেসের উদ্দেশ্যে পা বাড়াল। ও একবার ভাবল,’সস্তা’ উপহারটা রাস্তায় ছুঁড়ে ফেলবে।
পরক্ষণেই ও সিদ্ধান্ত বদলালো। ও উপহারটা ওর পড়ার টেবিলে যত্ন করে সাজিয়ে রাখবে। দামী শপিং মলের দামী উপহার সাজিয়ে রাখতে হবে,বায়তুল মোকাররমের সামনে থেকে কেনা সস্তা উপহার যত্ন করে সাজিয়ে রাখা যাবে না-এমন কিন্তু কোনও কথা নেই।
What’s your Reaction?
3
16
2
তার স্বপ্নের সঙ্গে নিজের স্বপ্নের মেলবন্ধন করতে হয়
যদি তুমি তার সাথে জীবন কাটাতে চাও। নাহলে স্বপ্নের মেলবন্ধন জরুরি না। 😊
খুব সুন্দর এভাবে লিখে যাও!
একদিন বড় লেখক হবে দোয়া করি
ধন্যবাদ খালামণি।
খুব ভালো লেগেছে
ধন্যবাদ।
সস্তা উপহার সস্তা মানুষের জন্য না, এইসব সস্তা উপহার সেইসব দামী মানুষের জন্য যারা সত্যিই উপহারের মূল্য বোঝে